এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। নতুন বছরের শুরুতে রক্তাক্ত হয়েছিল কাশ্মীর। রাজৌরিতে জঙ্গি হামলায় চারজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হন ছয় জন। ওই ঘটনা সূত্রে বিজেপিকে তীব্র আক্রমণ করে বললেন, “কাশ্মীরে নিরীহ মানুষ মারা গেলে লাভ হয় গেরুয়া দলের।” গত রবিবার রাজৌরিতে নাশকতা ঘটে ডাংরি নামের একটি গ্রামের মন্দির চত্বরে। সেই ঘটনার কথা টেনে মেহবুবা বলেন, “কাশ্মীরে নিরপরাধ মানুষকে হত্যা করা হলে লাভবান হয় বিজেপি। কারণ ওরা সংখ্যালঘুদের বিরুদ্ধে গল্প ফাঁদে এবং বাকি ভারতের কাছে কাশ্মীরিদের দানব হিসেবে তুলে ধরে। যদিও কেন এই ঘটনা ঘটছে সেই প্রশ্ন তোলা হয় না।” পাশাপাশি রবিবারের জঙ্গি হামলার জন্য সেনাকে দায়ী করেন পিডিপি নেত্রী। বলেন, “রাজৌরির মানুষের অভিযোগ, জঙ্গি হামলার জান্য দায়ী সেনা।” তিনি দাবি করেন, স্থানীয় মানুষ আগেই এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানিয়েছিল সেনাকে। তার পরেও হয়েছে হামলা।
প্রসঙ্গত, রবিবার রাজৌরির ডাংরি গ্রামে ভয়াবহ হামলা হয়েছে সন্ধেবেলা। আচমকা হানা দেয় ২ বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে। জানা গিয়েছে মৃতরা সকলেই হিন্দু। তাঁদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল ও শিব পাল। জঙ্গিরা ডাংরি গ্রামের ঢুকে গ্রামবাসীদের আধার কার্ড দেখতে চায়। তাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই গুলিতে ঝাঁজরা করে দেয়। এর আগে ১৬ই ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২ জন। অর্থাৎ, গত দু’সপ্তাহের মধ্যে রাজৌরিতে দ্বিতীয়বার জঙ্গি হামলা ঘটল।