দর্শকরা বাড়ির তৈরি খাবার বা বাইরের খাবার নিয়ে সিনেমা হলে ঢুকতে পারবেন কিনা তা ঠিক করবেন হল মালিক। এই ব্যাপারে সরকার, আদালত, ক্রেতা সুরক্ষা আদালত কোনও হস্তক্ষেপ করতে পারে না। এবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এই রায় দিয়ে জম্মু-কাশ্মীর হাইকোর্টের চার বছর আগের রায় খারিজ করে দিয়েছে। ২০১৮ সালে ওই হাইকোর্ট একটি মামলায় বলে, দর্শক হল কমপ্লেক্সের ভিতরের নাকি বাইরের খাবার খাবেন তা পুরোপুরি তাদের পছন্দ অপছন্দের বিষয়। এখানে হল মালিক হস্তক্ষেপ করতে পারেন না।
প্রসঙ্গত, মাল্টিপ্লেক্স চালু হওয়ার পর গোটা দেশেই এই বিষয়ে বিতর্ক দেখা দেয়। মাল্টিপ্লেক্স মালিকেরা কমপ্লেক্সের ভিতরের খাদ্য বিপণী থেকে খাবার কেনা বাধ্যতামূলক করে। জম্মু-কাশ্মীর হাইকোর্ট মালিকদের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে ক্রেতা হিসাবে দর্শকের অধিকারে সিলমোহর দেয়। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহ মঙ্গলবার বলে, সিনেমা হল যদি কারও ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে খাবার কেনার ব্যাপারে মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত। দর্শকরা হল কমপ্লেক্স থেকে খাবার না কিনতে পারেন। কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে বাধা দিলে আপত্তি করার সুযোগ নেই।
