এবার ফের আকাশ ছুঁলো সোনার দাম। ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছিল ৫৬ হাজার ২০০ টাকায়। এবার নতুন নজির গড়ে দু’বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছল হলুদ ধাতু। মঙ্গলবার সকালে সোনার দর ৫৫ হাজার ৫৮০ টাকা। দাম বেড়েছে রুপোরও। ১ শতাংশ দাম বেড়ে রুপোর কেজি প্রতি মূল্য ৭০ হাজার ৫৭৩ টাকা। এদিকে ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম প্রতি ৫০ হাজার ৯১০ টাকা।
প্রসঙ্গত, গোটা বিশ্ববাজারেই লাফিয়ে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার ৬ মাসের রেকর্ড ভেঙে ১ শতাংশ মহার্ঘ্য হয়েছে সোনা। ২০২২ সালের মার্চের পর থেকেই মধ্যবিত্তের খানিকটা সাধ্যের মধ্যেই ছিল সোনার দাম। কিন্তু বছরের শেষ থেকে গত দু’মাসে ছবিটা বদলেছে। যা দেখে মনে করা হচ্ছিল, সোনার দাম এবার ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। লাফিয়ে লাফিয়ে ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে সোনার দর ৬১ হাজারের অঙ্কও ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
