উনিশের লোকসভা নির্বাচনের পরেই বাংলায় সাড়া ফেলে দিয়েছিল তৃণমূলের ‘দিদিকে বলো’। একুশের বিধানসভা ভোটে যার ফসল ঘরে তুলেছে বাংলার শাসক দল। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর তার আগে ‘দিদির সুরক্ষা কবচ’ নামে নতুন এক কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। যা নিয়ে এবার নিজেই মাঠে নামবেন দিদি। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। বুধবার এ কথা জানিয়েছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বেহালা পশ্চিমের দায়িত্ব দল আলাদা করে এক জনকে দিতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দিদির সুরক্ষা কবচ ১১ জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার ১০ বিধানসভা কেন্দ্রে পালিত হবে। কোন প্রকল্পে কে সুবিধা পেয়েছেন আর পাননি সেই ফিডব্যাক দলকে জানানো হবে। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুরের নেতা এসেও করতে পারেন। এই নতুন কর্মসূচির মাধ্যমে কারও কোনও মৌরসীপাট্টা নেই, বা আর কী সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করা হবে। এক জায়গার বিধায়ক, অন্য কেন্দ্রে গেলে মানুষ মন খুলে কথা বলতে পারবেন বলেই মনে করছে তৃণমূল। অন্যদিকে, বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেলে৷ সেই এলাকাতেও যাতে মানুষের কাছে শাসকদল পৌঁছতে পারে তার জন্য বিশেষ ভাবনা রয়েছে তৃণমূলের। দল কাকে বিশেষ দায়িত্ব দেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
