হঠাৎই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা গ্যাস সিলিন্ডার ফাটল হাসনাবাদ থানা এলাকার একটি বাড়িতে। ফলত আগুনে পুড়ে সেখানেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুদীপ ঘরামি। এছাড়াও, গুরুতর জখম হয়েছেন আরও দুজন। সূত্রের খবর, হাসনাবাদ থানার ভবানীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুক্তার চকের ওই বাড়িটিতে মঙ্গলবার গভীর রাতে হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে টাকি গ্রামীণ হাসপাতাল এবং পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আগুন লেগে ওই বাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রাতে যখন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, তখনই সবাই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে টের পেয়ে ভিতর থেকে চিৎকার শুরু করেন ওই বাড়ির বাসিন্দারা। তৎক্ষণাৎ ছুটে আসেন প্রতিবেশীরা। বাকি দুজনকে উদ্ধার করেন।তাঁরাই।
