জীবনের ঝুঁকি বেড়েছে! আর তাই এবার নিরাপত্তা বাড়ল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এবার থেকে জেডপ্লাস সুরক্ষা বেষ্টনী পাবেন তিনি। বাড়তি নিরাপত্তা দেওয়ার এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের মূল্যায়নের ভিত্তিতে বাংলার রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের জীবনের ঝুঁকি আরও বেড়েছে। সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। এবার থেকে বাংলার রাজ্যপালকে নিরাপত্তা দেবেন কেন্দ্রের রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের জওয়ানরা।
