দেশে যখন বড় রাজ্য ও জেলা ভেঙে ছোট করার পথে হাঁটছে কেন্দ্র ও রাজ্য সরকার তখন নজিরবিহীন সিদ্ধান্ত নিল আসামের বিজেপি সরকার। আসামের জেলা সংখ্যা ৩৫ থেকে কমে ৩১ হয়ে গেল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি কাজে দিল্লিতে থাকাকালে এই সিদ্ধান্ত গ্রহণের কথা টুইট করে জানান। রাজ্য প্রশাসনের কয়েকজন পদস্থ আমলা এই সিদ্ধান্ত ঘোষণার আগে জানতেন।
নজিরবিহীন এই সিদ্ধান্ত প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নেওয়া যাক কোন চার জেলা মিশে গেল আগের জেলার সঙ্গে। অসম মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাজালিকে বারপেটা জেলা, বিশ্বনাথকে সোনিতপুর, হোজাইকে নগাঁও এবং তামুলপুরকে বক্সা জেলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘প্রশাসনিক প্রয়োজনীয়তার কারণে এবং অবশ্যই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কিন্তু কেন এমন সিদ্ধান্ত রাতারাতি নিতে হল রাজ্য সরকারকে? সরকারি সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রয়োজনে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন দ্রুত এই বিজ্ঞপ্তি জারির জন্য চাপ দেয় আসাম সরকারকে।
আসলে অসমে ডিলিমিটেশন বা লোকসভা ও বিধানসভার সীমানা নতুন করে নির্ধারণ করা হবে।এরফলে আসামে অর্থাৎ লোকসভার ১৪ এবং বিধানসভার ১২৬ আসনই থাকবে। কিন্তু সীমানা পুনঃনির্ধারণের ফল ভোটার সংখ্যায় অনেকটা সমতা ফিরবে আসনগুলির মধ্যে।