হুমকি দেওয়াই হোক বা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই ধারাই বজায় রাখলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বুঝলেই দুর্নীতিবাজকে ‘রামধোলাই’ দেওয়ার নিদান দিলেন তিনি। মঙ্গলবার প্রকাশ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, ‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম-মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রামধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’
অন্যদিকে, এই মন্তব্যের জন্য তৃণমূল সাংসদ শান্তনু সেন সুভাষকে পাল্টা দিয়েছেন। তাঁর কটাক্ষ, ‘এই কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশেই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার পরিবারের সদস্যরা কল্যাণী এমসে নিয়ম ভেঙে চাকরি পেয়েছেন। তিনি কিনা দুর্নীতি নিয়ে কথা বলছেন!’ শান্তনু আরও বলেন, ‘বিজেপি বরাবরই হিংসার রাজনীতি করে এসেছে। যে ভাষায় তারা বুকে পা তুলে দেওয়ার কথা বলে, ত্রিশূলে রক্ত মাখানোর কথা বলে, সেই ভাষাতেই কেন্দ্রীয় মন্ত্রীও কথা বলেছেন। এতে বিস্মিত হচ্ছি না।’