এবার দাদা রাহুলের প্রশংসা করতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুঝিয়ে দিলেন মোদীর সঙ্গে রাহুলের ফারাক। মঙ্গলবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে সরকার, সরকারি সংস্থা, সবই আম্বানি, আদানিরা কিনে নিয়েছেন। কিন্তু আমার দাদাকে কেনা যায় না।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার দাদা সৎ ও নির্ভীক। সে কাউকে ভয় পায় না। এজেন্সি দিয়ে তাঁকে চুপ করিয়ে দেওয়া যায় না।’ ভারত জোড়ো যাত্রায় রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিল। প্রিয়াঙ্কা আজ বলেন, ‘আমার দাদা নিরাপত্তা নিয়ে ভাবিত নয়। সে এক নির্ভীক মানুষ।’