নিয়োগ-মামলায় দীর্ঘ লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি তিনি পেয়েছিলেন। কিন্তু সেই চাকরির বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। আর তাই ববিতা সরকারের চাকরি অবৈধ।
বাতিল করা হোক ববিতা সরকারের চাকরি। এমনই দাবি তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাও দায়ের করলেন শিলিগুড়ির চাকরি প্রার্থী অনামিকা রায়। বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা। অনামিকার বক্তব্য, কেবল চাকরি নয়, পাশাপাশি এত গুলো বেতন বাবদ তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন, সেটাও ফেরত দিতে হবে।