সাম্প্রতিক কালে বারবারই রক্তাক্ত হয়ে উঠছে উপত্যকা। নতুন বছরেও সেই ধারা অব্যাহত। বছরের শুরুতেই ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। রবিবার সন্ধ্যার জঙ্গি হামলার পর আবার বিস্ফোরণ উপত্যকায়। সোমবার সকালে জম্মুর রাজৌরি এলাকায় আক্রমণ করে জঙ্গিরা। একটি বাড়ি লক্ষ করে বোমা ছোড়ে তারা। বিস্ফোরণের ফলে এক শিশু মারা গিয়েছে। ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় রাজৌরির যে এলাকায় জঙ্গিরা হামলা করেছিলেন ওই একই এলাকায় আবার সোমবার আক্রমণ করেন তারা। রবিবার এলোপাথাড়ি গুলি চালালেও সোমবার সকালে সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে এক জন শিশু মারা গিয়েছে। আহতের সংখ্যা ৫ জন। আহতদের মধ্যে রয়েছে এক জন শিশুও। তার অবস্থা গুরুতর বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। উল্লেখ্য, রবিবার সন্ধ্যা নাগাদ জম্মুর রাজৌরি এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ধাংড়ি গ্রামে জঙ্গিরা হামলা করে। তাদের গুলিবর্ষণের ফলে ৪ জন মারা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন ৯ জন।
