মোদী-জমানায় বারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দেশের অর্থনীতি। ক্রমশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে জনজীবন। এক দিকে পড়েছে টাকার দাম, অন্যদিকে বাড়ছে মুদ্রাস্ফীতি। প্রকট হচ্ছে আর্থিক মন্দা। এমতাবস্থায় ইতিবাচক ইঙ্গিত জিএসটি আদায়। ডিসেম্বরে পণ্য ও পরিষেবা খাতে রাজস্ব আদায় হল ১ লক্ষ ৪৯ হাজার ৫০৭ কোটি টাকা। বৃদ্ধি। গত নভেম্বরে যার পরিমাণ ছিল ১ লক্ষ ৪৬ হাজার কোটি। করোনা পরবর্তীকালে টানা ১০ মাস জিএসটি আদায়ের পরিমাণ ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার গন্ডি অতিক্রম করল।
গত ডিসেম্বরে জিএসটি বাবদ সরকারি কোষাগারে আসা ১ লক্ষ ৪৯ হাজার ৫০৭ কোটি টাকা রাজস্বের মধ্যে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ ২৬ হাজার ৭১১ কোটি, রাজ্য জিএসটি ৩৩ হাজার ৩৫৭ কোটি, সিজিএসটি ৭৮ হাজার ৪৩৪ কোটি এবং সেস ১১ হাজার ৫ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বরে জিএসটি আদায়ের পরিমাণ ছিল, ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা অর্থাৎ, বৃদ্ধির পরিমাণ প্রায় ১৫ শতাংশ। উল্লেখ্য দেশের নিরিখে জিএসটি আদায়ের ক্ষেত্রে এগিয়ে বাংলা। ভারতের গড়ের তুলনায় রাজ্যের জিএসটি আদায় বৃদ্ধির হার প্রায় ২৪ শতাংশ বেশি। খোদ কেন্দ্রের তথ্য বলছে, ২০২১ সালের ডিসেম্বরে জিএসটি খাতে বাংলার আয় হয়েছিল ৩ হাজার ৭০৭ কোটি টাকা। সেখানে জিএসটি থেকে ডিসেম্বরে রাজ্য আয় করেছে ৪ হাজার ৫৮৩ কোটি টাকা। যা স্বাভাবিকভাবেই আশাপ্রদ।