বছর শেষে মোদী রাজ্যে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ৩১ ডিসেম্বর ভোর রাতে গুজরাতের নাভাসরিতে বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হল। আহত ৩২। তাঁদের মধ্যে ১৭ জনকে ভালসাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি ১৪ জন ভরতি নাভাসরির হাসপাতালে। আরেকজনকে সুরাটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই তথ্যই জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক কেতন যোশী।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, একটি বাস আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি এসইউভি গাড়ি। সেই গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। ভোররাতে বাস ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ির সব যাত্রী ঘটনাস্থলেই মারা যান। জানা গিয়েছে, এসইউভি গাড়িটিই রাস্তার ভুল দিকে চলে এসেছিল। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর বাসটির সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।
