এবার তৃণমূলে ছাত্র পরিষদের সুরে সুর মিলিয়ে ইউজিসির বিরুদ্ধে রাজ্যের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলল সিপিএমের ছাত্র সংগঠনও। ইউজিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কার্যত এক মেরুতেই দেখা গেল এসএফআই এবং টিএমসিপিকে।
সম্প্রতি ইউজিসির তরফে পাঁচটি জোনাল কমিটি তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে। সেই কমিটিতে সম্পূর্ণ ভাবেই ব্রাত্য এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। কমিটিতে স্থান পাননি এ রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই। যেখানে এ রাজ্য থেকেই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রয়েছে, সেখানে এই রকম বঞ্চনার অভিযোগ এনে সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি। ইউজিসির তরফে জোনাল কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করার পরেই টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এরপরে ইউজিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠনগুলি।
বৃহস্পতিবার টুইট করে ইউজিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি টুইটে জানান, ‘শিক্ষা সংক্রান্ত নীতি সঠিকভাবে প্রণয়নের জন্যে ইউজিসি ৫টি জোনাল কমিটি তৈরি করেছে সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে। দুর্ভাগ্যবশত পূর্ব ও উত্তর-পূর্বের কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও উপাচার্যকে রাখা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক পদক্ষেপের তীব্র নিন্দা করি।’ কার্যত একই সুরেই কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানান বাম ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।