বিজেপি-আরএসএস আমাকে পথ দেখিয়েছে। ওরাই শিখিয়েছে কী করা অনুচিত, আর কী করতে হবে। এবার গেরুয়া শিবিরকে এমনই নজরিবিহীন কটাক্ষ করলেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, কন্যাকুমারি থেকে দিল্লী পর্যন্ত পদযাত্রার পর তিনি বুঝেছেন ২০২৪ সালে বিজেপির পক্ষে ভোটে জেতা কঠিন হয়ে যাবে। তবে পদ্মশিবিরকে হারাতে হলে বিরোধীদের মধ্যে সমন্ময়ও খুব জরুরি বলে মন্তব্য করেছেন রাহুল। তাই আগামী সপ্তাহে উত্তরপ্রদেশে কর্মসূচির আগে অখিলেশ যাদব, মায়াবতীদের তাঁর পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব। তার আগে শনিবার রাহুল বলেন, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত খুব সাধারণ একটি কর্মসূচি হিসেবেই এই পদযাত্রা শুরু করেছিলেন। তবে, সময় গড়াতেই তিনি বুঝতে পেরেছেন এই কর্মসূচিতে নতুন আবেগ তৈরি হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের মানুষের মধ্যে ক্ষোভের আঁচও পেয়েছেন বলে দাবি রাহুলের। প্রায় ২৮০০ কিলোমিটার ভারত জোড়ো যাত্রার পর তাঁর দাবি, বিজেপি-আরএসএস তাঁকে পথ দেখিয়েছে। গেরুয়া শিবিররের কাছেই তিনি শিখেছেন কী করা অনুচিত।
রাহুলের কথায়, ‘বিজেপিকে আমার গুরু হিসেবে মানি। ওরা আমাকে পথ দেখাচ্ছেন। কী করা উচিত নয়, তা বিজেপিই আমাকে শেখাচ্ছে।’ প্রাক্তন কংগ্রেস সভাপতির মতে বিজেপি-আরএসএসের আক্রমণই তাঁর দলকে আরও শক্তিশালী করছে। তাঁর মতে এই আক্রমণই কংগ্রেসকে সঠিক পছে চলার দিশা দিচ্ছে। এই জন্য বিজেপি-আরএসএসকে ধন্যবাদও জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘আমি চাই বিজেপি কংগ্রেসেকে আরও তীব্র আক্রামণ করুক। তাতে কংগ্রেস কর্মীদের নিদেদের আদর্শ বুঝতে আরও সুবিধা হবে।’