রাত পোহালেই নতুন বছর। আর সেই নতুন বছরে কনকনে শীত দূর, ফের উষ্ণতার পূর্বাভাস দিল হাওয়া অফিস। এমনকী আজ কলকাতায় আবার বাড়ল তাপমাত্রা। বছরের শেষ দিনেও প্রত্যাশা পূরণ করতে পারল না শীত। তাপমাত্রা রইল স্বাভাবিকের চেয়ে বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি, আবহবিদরা জানিয়েছেন, বছরের প্রথম দিন থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।
