২১ বছরের মেয়েকে জোর করে মন্দিরে দেবদাসী বানিয়ে রাখার অভিযোগ উঠল স্বয়ং বাবা মার বিরুদ্ধে। ঘটনায় তরুণীর বাবা-মা সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পালা জেলার চিলাওয়াদাগি গ্রামে। সূত্রের খবর, ২১ বছর বয়সি তরুণী অত্যন্ত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। তাই তাঁর বাবা-মার ধারণা হয়, নিশ্চই ঈশ্বরের অভিশাপ নেমে এসেছে তাঁদের উপর। তাই চলতি বছর মে মাসে মেয়েকে জোর করে হুলিগেম্মা মন্দিরে দেবদাসী হিসেবে রেখে আসেন তাঁরা।
তারপর থেকে মন্দিরেই দেবদাসী হয়ে থাকছিলেন তরুণী। তবে সম্প্রতি বিষয়টি গ্রামবাসীদের নজরে আশায় রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এবং সমাজ কল্যাণ মন্ত্রকে খবর দেন তাঁরা। এরপরেই পুলিশ গিয়ে উদ্ধার করে তরুণীকে।
মুনিরাবাদ থানায় নিজের মা-বাবার বিরুদ্ধে অভিযোগ জানান তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তাঁর মা বাবা ইয়ামানুরাপ্পা মুণ্ডালামানি, হুলিগেব্বা মুণ্ডালামানি এবং আরও দুজনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
