বছর শেষে শোকের ছায়া বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়া পাড়া, ধামিপাড়া এলাকায়। শুক্রবার পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছে ধসের কবলে পড়ে মৃত্যু হল এলাকার দুই যুবকের। বাড়িতেই নতুন বছরকে স্বাগত জানানোর কথা ছিল তাঁদের। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুই যুবক।
গত ১৫ ডিসেম্বর নির্মাণ শ্রমিকের কাজ করতে সিকিমে গিয়েছিলেন ঝাকুয়া পাড়া, ধামিপাড়া গ্রামের ১১ জন যুবক। শুক্রবার ভোরে তাঁদের মধ্যে তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওইদিন বিকেলেই কাজ শেষ করে একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল বাকি আটজনের। তার আগেই সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী তিরেশ রায় জানান, পাঁচজন নিচে নেমে সাটারিংয়ের কাজ করছিলেন। সাটারিংয়ের কাঠ আনতে কিছুটা দূরে গিয়েছিলেন তিনি। আচমকা শব্দ। তাকিয়ে দেখেন হুড়মুড় করে পাহাড় ভেঙে পড়ছে। মুহূর্তের এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিরেশ। ছুটে আসে আশপাশের লোকজন।
সকলে উদ্ধার কাজে হাত লাগান। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর ধস সরিয়ে উদ্ধার হয় দু’জনের দেহ। নিহতেরা হল রবি রায় (২৬) এবং শুধুরাম ওরাও (২৮)। আহতদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার মৃতদেহ ফেরে বাড়িতে। গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।