বেশ কিছুদিন ধরেই চীনে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। যা নিয়ে নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে গোটা বিশ্বের। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের দাপটে করোনার এই বাড়বাড়ন্তের পর সতর্ক হয়েছে ভারতও। ইতিমধ্যেই দেশে মিলেছে বিএফ-৭ ভ্যারিয়েন্টের হদিশ। এই পরিস্থিতিতেও বছর শেষে ফের উদ্বেগ বাড়াল করোনা সংক্রমণ।
শেষ ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা সংক্রমণ। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৫৩। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় ৪৪ টি অ্যকটিভ কেস বেড়েছে দেশে।
