আচমকাই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। গুরুতর আহত হন তিনি। উত্তরাখণ্ডের রুরকি থেকে দিল্লী ফেরার ঋষভের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। খবর মিলেছে, রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে ক্রিকেটারের গাড়ি। গাড়িটির অবস্থা ভয়ানক। পুড়ে গিয়েছে বিএমডব্লিউটি। শোনা যাচ্ছে, মাথায় আঘাত পেয়েছে ঋষভ। হাসপাতাল তরফে জানানো হয়েছে, পন্থের চোট খুবই গুরুতর। তবে আপাতত অবস্থা স্থিতিশীল তাঁর।
উল্লেখ্য, পিঠ, হাত এবং শরীরের অন্যান্য অংশেও পন্থের চোট রয়েছে। দুর্ঘটনার পর পন্থকে প্রথমে উত্তরাখণ্ডের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর দিল্লীর এক হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের কাছে ঋষভ জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, রুরকির মহম্মদপুর জটের কাছে ঋষভ পন্থের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ভোর ৫.৩০ মিনিটে।