শুক্রবার পুর আধিকারিকদের কড়া বার্তা দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। সাফ জানিয়ে দিলেন, “আসি যাই মাইনে পাই। এই মানসিকতা থাকলে চলবে না। কাজ না করলে শোকজ করা হবে।” এদিনের ‘টক টু মেয়রে’ পুর আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দিয়ে তাঁদের এভাবেই সতর্ক করলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়রকে অভিযোগ জানানোর এই অনুষ্ঠানে সাধারণ মানুষের নানা সমস্যার কথা এদিন শোনেন ফিরহাদ হাকিম। কিন্তু শেষ অভিযোগের পরই রীতিমতো মেজাজ হারান তিনি। জনৈক নাগরিক জানান, দীর্ঘদিন ধরে পুকুর সংস্কারের কথা বলা হলেও কাজ হয়নি। এমনকী আধিকারিকদের পরিদর্শনের পরও কোনও সুরাহা হয়নি। এই অভিযোগ শুনেই ক্ষুব্ধ ফিরহাদ। কেন কাজ হয়নি, সে প্রশ্ন তুলেই শোকজের হুঁশিয়ারি দেন পুরসভার কর্মীদের।
পাশাপাশি, এদিন পুর আধিকারিকদের ভর্ৎসনা করে কলকাতার মেয়র প্রশ্ন তোলেন, “কনট্রাক্টর ঠিক মতো কাজ না করেই কীভাবে চলে গেল? কেন ব্ল্যাকলিস্টেড করা হল না তাকে? এরপরই যোগ করেন, সরকারি টাকা মানুষের টাকা। তা কোনওভাবে নয়ছয় করা যাবে না। আসি যাই মাইনে পাই। এই দৃষ্টিভঙ্গি থাকলে চলবে না।” কাজ না করলে শোকজ করা হবে বলে সাফ জানিয়েছেন তিনি।