পূর্ব মেদিনীপুরের মহিষাদলের পর হলদিয়ার সমবায়ে সবুজ ঝড়ে পরাস্ত বিরোধীরা। নিরঙ্কুশ জয় নিয়ে বিরোধীশূন্য বোর্ড দখল করল তৃণমূল। বৃহস্পতিবার হলদিয়া ব্লকের বাঁশখানা সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ের পর উন্মাদনায় মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবারই পটাশপুর ২ নম্বর ব্লকে জবদা সমবায় সমিতির ভোটে মনোনয়ন ছিল। সেখানে তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও বিরোধীরা একটি আসনেও মনোনয়ন পেশ করার লোক খুঁজে পায়নি। ফলে ওই সমবায়েও বোর্ড গড়ছে রাজ্যের শাসকদল। হলদিয়ার বাঁশখানা সত্যনারায়ণ সমবায়ে মোট আসন ১২। আগেই ২টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। এদিন ১০টি আসনে নির্বাচন হয়। মোট ভোটার ৭১০ জন। বিরোধীরা গোহারা হেরেছে। গড়ে দেড়শো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ১০টি আসনে জয়ী হয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে ন’টি আসনেই জয়ী হল তৃণমূল। বিরোধীরা খাতা খুলতেই পারল না। সন্ধেয় ওই নির্বাচন শেষে তৃণমূলের জয়ধ্বনি শোনা গেল। ওই নির্বাচন নিয়ে এদিন এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে গুলি চলার অভিযোগ ওঠে।