আজ ছিল বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা। আর যাত্রা শুরুর দিনে অভূতপূর্ব দৃশ্য দেখা গেল এই সেমি হাই স্পিড ট্রেনের কামরায়। অতিথি যাত্রীদের হাতে দেওয়া হল ‘বিশ্ববাংলা’র খাবারের প্যাকেট। আইআরসিটিসিই এই প্যাকেট দিয়েছে অতিথি যাত্রীদের। যাতে রয়েছে ১টি করে কেক, ভেজ স্যান্ডউইচ, ক্রিম রোল, কাজু বরফি, খাস্তা কচুরি। সঙ্গে একটি টমেটো কেচাপের পাউচ। লাল রঙের সেই প্যাকেটের ওপর লেখা সুন্দরিনী। তার নীচে আবার লেখা ‘মিষ্টি মুখে হাসি ফোটাল’।
এদিন ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাতৃ বিয়োগের কারণে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর বাংলা সফর বাতিল হয়। মা হীরাবেন মোদীর শেষকৃত্য সেরে আমদাবাদ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে রেলের অনুষ্ঠানে বিশ্ববাংলার খাবারের প্যাকেট দেখে অতিথি যাত্রীদের অনেকেই অবাক। তাঁদের কাছে, কেন্দ্র-রাজ্যের সম্পর্ক এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে এমন ছবি নিঃসন্দেহে চমকের। যদিও এদিন রেলমন্ত্রকের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।