নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবার কাশ্মীরে সন্ত্রাসবাদী দমন অভিযানে মহিলা সিআরপিএফ জওয়ান নামাবে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী বছর থেকে জঙ্গি বিরোধী অভিযানে সিআরপিএফ এর বাহিনীতে থাকবে মহিলা জওয়ান। ২০২৩ সালের মার্চ মাস থেকে এই ব্যবস্থা চালু হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মহিলা কর্মীদের বর্তমানে প্রশিক্ষণ চলছে। চার থেকে ছয় সপ্তাহের প্রশিক্ষণের পরে, তাদেরকে উপত্যকার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। এপ্রসঙ্গে সিআরপিএফ এর ইনস্পেক্টর জেনারেল (আইজি), চারু সিনহা সংবাদমাধ্যমকে বলেন, “তল্লাশি অভিযানের সময় স্থানীয় মহিলারা যাতে নিরাপদ বোধ করে সেই কারণে এমন সিদ্ধান্ত। কম সংখ্যক মহিলা কর্মী দিয়ে আমরা শুরু করব।”
প্রসঙ্গত উল্লেখ্য, চারু সিনহা ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিআরপিএফের শ্রীনগর সেক্টরের প্রধান হিসাবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা আইপিএস অফিসার। সিআরপিএফ বাহিনীতে মহিলা জওয়ান নিয়োগ করার কারণ নিয়ে তিনি জানান, স্থানীয়দের ভাবাবেগকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত। তাঁর কথায়, “আমরা কাশ্মীরের মানুষকে স্বাভাবিক জীবনযাপনের জন্য স্থিতিশীলতা দিতে চাই। আমরা সুনিশ্চিত করব সিআরপিএফ জওয়ানরা যাতে জুতার কভার পরে তল্লাশি অভিযানের সময় যে কোনও বাড়িতে প্রবেশ করে। আমরা কোনোভাবেই স্থানীয়দের অনুভূতিতে আঘাত করতে চাই না।” তাঁর আরও সংযোজন, “আমরা ছয় মাস আগে একটি পরীক্ষা করেছিলাম। মহিলা সিআরপিএফ কর্মীদের একটি দল এখানে নিয়ে এসেছিলাম। যারা এখানে ছয় মাস কাজ করেছিল। আমরা দেখেছি সেই দল খুব ভাল এবং পরিশ্রমী ছিল। সেই পাইলট প্রজেক্ট সফল হওয়ার পর আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, চারু সিনহা শ্রীনগরে দায়িত্ব পালনের আগে জম্মু সেক্টরের সিআরপিএফের ইন্সপেক্টর জেনারেল ছিলেন। তেলেঙ্গানা ক্যাডারের ১৯৯৬-ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি।
