হাওড়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপির একাংশের মুখে জয় শ্রীরাম স্লোগান। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের পুনরাবৃত্তি ফের একবার হাওড়া স্টেশনে। আর নিয়েই বেশ বিরক্ত তৃণমূল শিবির। কড়া সমালোচনা করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, এসব করে রামকে ‘অপমান’ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সামনে ‘ছ্যাবলামি’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে মমতা বেশ গম্ভীর হয়ে গেলেও এবার মেজাজ হারাননি মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাজ্যপাল সিভি আনন্দ বোসদের উদ্যোগে পরিস্থিতি তখনকার মতো সামাল দেওয়া যায়।
মমতার সামনে আবার জয় শ্রীরাম স্লোগান মোটেই ভাল চোখে দেখছে না তৃণমূল শিবির। মমতার ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘রামকে অপমান করছে। নিশ্চিতভাবে মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। কিন্তু উত্যক্ত করার জন্য, রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর সামনে যে অসভ্যতা করেছে, তাতে যদি তৃণমূল চায়, ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। মুখ্যমন্ত্রী তো নিজে হিন্দু এবং পুজো করেন। এটা নিয়ে ওনার সামনে ছ্যাবলামি করা হচ্ছে। এই করে ওনাকে অপমান করছে না, রামকে অপমান করছে’।
