ভগবান রামের উপর বিজেপির কোনও কপিরাইট নেই। মধ্যপ্রদেশের গেরুয়াধারী বিজেপি নেত্রী উমা ভারতী আজ এই কথা বলেছেন। ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা আজ ছিন্দওয়ারা জেলায় এক অনুষ্ঠানে বলেন, বিজেপির কিছু লোকজনের হাবভাব এমন যেন ভগবান রামচন্দ্র এবং হনুমানের উপর আমাদের কপিরাইট রয়েছে। এই ভাবনা ত্যাগ না করলে বিজেপি ধ্বংস হয়ে যাবে।
মধ্যপ্রদেশে বিজেপির দ্বিতীয় মুখ্যমন্ত্রী উমা দেশের প্রথম সন্ন্যাসিনী প্রশাসক। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতো উমাও সর্বক্ষণ গেরুয়া পোশাক পরেন। অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীদের ঘনিষ্ঠ এই নেত্রী বিজেপির রামমন্দির আন্দোলনের অন্যতম মুখ। জঙ্গি নেত্রী হিসাবে পরিচিত উমা বাবরি মসজিদ ধ্বংসের দিন অযোধ্যায় রামরথে আডবাণী, মুরলি মনোহর যোশীদের পাশে ছিলেন। মসজিদ ধ্বংস নিয়ে সিবিআইয়ের চার্জশিটে নামও ছিল তাঁর। যদিও প্রমাণাভাবে বাকিদের মতো তাঁকেও রেহাই দিয়েছে লখনউয়ের নিম্ন আদালত।
বিজেপির হিন্দুত্বের রাজনীতির গোড়াকার মুখ উমা আজ বলেন, হিন্দুরা বিজেপির বাঁধা ভোটার নয়। তা যদি হত, তাহলে হিমাচলপ্রদেশে বিজেপি হারত না।