বরাবরই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। এবার বেলাগাম কাজও করে বসলেন বিজেপির ও ডাকসাইটে নেতা দিলীপ। বৃহস্পতিবার শীতের সাত সকালে খড়গপুরের রাস্তায় বাইক নিয়ে মিনি রাইড করতে দেখা গেল তাঁকে। দুই হাতে বুলেট বাইকের স্টিয়ারিং, ঠান্ডা আটকাতে কান পট্টি, অথচ মাথা হেলমেটবিহীন। প্রশ্ন করতেই তাঁর সপাট উত্তর, “শহরের মধ্যে আবার হেলমেট লাগে নাকি?” খড়গপুরের বোগদা থেকে শুরু করে প্রেমবাজার, আইআইটি, হিজলি সহ একের পর এক এলাকা আজ সকালে বাইকে করে ঘুরে বেড়ালেন বিজেপি সাংসদ। সাংসদ শুধু একাই নয় হেলমেট ছাড়া ঘুরলেন তাঁর অনুগামীরাও। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই উঠেছে বিতর্কের ঝড়।
এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে দিলীপের জবাব, “শহরের মধ্যে হেলমেট কে পরে? হেলমেট লাগে না। যখন বাইরে যাই, জোরে গাড়ি চালাই, তখন হেলমেট লাগে।” এ নিয়ে বিজেপি সাংসদকে বিঁধতে ছাড়েনি শাসক দল তৃণমূলও। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “প্রচারমাধ্যমে প্রচার পাওয়ার জন্য করছেন উনি। উনার বিরুদ্ধে পুলিশের মামলা করা উচিৎ।” তবে শীতের সকালে কড়া-মিঠে রোডের মাঝে দু’চাকায় শহর ঘুরতে পেরে এদিন বেশ চনমনেই দেখায় বিজেপি সাংসদকে। দিলীপ বলেন, “শীতের দিন বছর শেষ হয়ে যাচ্ছে। আজকে একটু ঘোরাঘুরি হয়ে গেল। শহরের মধ্যে কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল” উল্লেখ্য, হেলমেট ছাড়া বাইক চালানো ট্রাফিক আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে এদিন হেলমেট ছাড়া বাইক চালালেও তাঁর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি? স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে আমজনতা।