মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে প্রতিহিংসার রাজনীতি শুরু করে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। এবার ফের মিলল তাদের প্রতিহিংসার রাজনীতির প্রমাণ। ভারত জোড়ো যাত্রা শেষ হলেই রাজ্যে রাজ্যে মহিলাদের সমর্থন পেতে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছে। আগামী সপ্তাহে দিল্লী থেকে আবার ভারত জোড়ো যাত্রা শুরু হয়ে উত্তরপ্রদেশে ঢুকলে প্রিয়াঙ্কা ফের তাতেও যোগ দেবেন। ঠিক তার আগে রবার্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে গোটা গান্ধী পরিবারকে ‘কট্টর পাপী পরিবার’ বলে আক্রমণ করল বিজেপি।
রাজস্থানের একটি জমির মালিকানা হাতবদলে আর্থিক নয়ছয়ের অভিযোগের তদন্তে ইডি রবার্টকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। বঢরা রাজস্থান হাই কোর্টে মামলা খারিজ করার আর্জি জানান। কিন্তু গত সপ্তাহে রাজস্থান হাই কোর্ট রবার্টের আর্জি খারিজ করে দেয়। তাকে হাতিয়ার করেই বিজেপি মাঠে নেমেছে। এদিকে, বিজেপির আক্রমণের মুখে কংগ্রেসকেই রবার্টের হয়ে জবাব দিতে মাঠে নামতে হয়েছে। দলের নেতারা দাবি করেছেন, রাজস্থানের ওই জমি নিয়ে রবার্টই প্রতারণার শিকার। ইডি তাঁকে অভিযুক্ত করেনি। তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করেনি। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘বিজেপি ভারত জোড়ো যাত্রার সাফল্যে ভয় পেয়ে গিয়েছে।’