এর আগে চীন ফেরত আগ্রার এক যুবকের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তারপর গয়া বিমানবন্দরেও চার বিদেশির করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আর এবার চীন থেকে ফিরে কোভিড পজিটিভ হলেন মা-মেয়ে।
তামিলনাড়ুর মাদুরাইতে বিমানবন্দরে নামার পরেই আরটি-পিসিআর হয় দুজনের। তাতেই ধরা পড়ে সংক্রমণের খবর। মনে করা হচ্ছে, বিএফ.৭ ভ্যারিয়ান্টই রয়েছে তাদের শরীরে। নিশ্চিত হওয়ার জন্য দু’জনের নমুনা জিনোম সিকুয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, চীন থেকে কলম্বো হয়ে মাদুরাইতে পৌঁছেছিলেন তারা। মা ও তাঁর ৬ বছরের মেয়ে দু’জনেই কোভিড পজিটিভ। মাদুরাইতেই বাড়ি ওই মহিলার। আপাতত তাদের নমুনায় কী পাওয়া যায় সেটা দেখার জন্যই অপেক্ষা চলছে। এরপর তাদের পাঠানো হবে কোয়ারেন্টাইনে।