ফের বিতর্কের কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশ। এবার যোগীরাজ্যে বন্দুকের গুলি ভরতেই নাভিশ্বাস উঠল জনৈক সাব ইনস্পেক্টরের! আইজি পরিদর্শন চলাকালীন তাৎক্ষণিক নির্দেশ দিয়েছিলেন বন্দুকে গুলি ভরতে। কিন্তু তা করতে গিয়েই কার্যত হিমশিম খেলেন থানার সাব ইনস্পেক্টর। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কোতয়ালি খলিলাবাদ থানায়। আইজি আরকে ভরদ্বাজ সোমবার গিয়েছিলেন কোতয়ালি থানা পরিদর্শনে। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের প্রস্তুতি কেমন তা পরীক্ষা করতে থানার এক সাব ইনস্পেক্টরকে এক বন্দুকে গুলি ভরতে বলেন। নির্দেশ পাওয়ার পর ওই পুলিশ আধিকারিক শত চেষ্টা করেও বন্দুকে গুলি ভরতে ব্যর্থ হন।
উল্লেখ্য, উক্ত থানার অনেক আধিকারিক ঠিক মতো গুলি পর্যন্ত চালাতে জানেন না। সন্ত কবীর নগরে অন্য একটি থানা পরিদর্শনে গিয়ে আইজি ভরদ্বাজ থানার ওআইসিকে কাঁদানে গ্যাসের শেল পরিচালনা করতে বললে বার কয়েকের চেষ্টাতেও ব্যর্থ হন ওই ওআইসি। পরিদর্শনে এই সব নজরে আসার পরও তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমধ্যেই এ নিয়ে তুঙ্গে শোরগোল। প্রবল সমালোচনার মুখে সে রাজ্যের শাসকদল বিজেপি।