অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আমেদাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হীরাবেনের বয়স ৯৯ বছর।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
চলতি বছরের জুন মাসে ৯৯ বছরে পা দিয়েছেন হীরাবেন। বুধবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন গুজরাত বিজেপির একাধিক নেতা। বয়সজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে প্রধানমন্ত্রীর মাকে।
আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন হীরাবেন। হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে প্রধানমন্ত্রীর মায়ের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল।