বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না। আত্মরক্ষার স্বার্থে প্রত্যেক হিন্দুকে বাড়িতে অস্ত্র রাখার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবর অনুসারে, এই বিজেপি সাংসদ মনে করেন, ভারতবর্ষের প্রত্যেক হিন্দু নাগরিকদের বাড়িতে অস্ত্র রাখার অধিকার রয়েছে। হিন্দু জাগরণ বেদিকার বার্ষিক সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন প্রজ্ঞা। সম্মেলন বসে কর্ণাটকের শিবমগ্গায়।
এদিন ভাষণে তিনি বলেন, “ভারতের প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার আর্জি, আপনারা সকলে বাড়িতে ধারাল অস্ত্র রাখুন। যদি অস্ত্র রাখার মতো সামর্থ্য না থাকে, তাহলে ন্যূনতম তরিতরকারি কাটার চাকু পারলে রাখুন। সেই চাকুতে যেন ধার থাকে। আমি-আপনি-আমরা কেউ জানিনা কখন কী পরিস্থিতি তৈরি হবে। বাড়িতে ঢুকে কেউ হামলা চালাতে পারে। সেই হামলা রুখতে হলে অস্ত্র ছাড়া অন্য কোনও রাস্তা নেই। আমি মনে করি এবং বিশ্বাস করি, প্রত্যেক হিন্দুর অধিকার রয়েছে নিজেকে রক্ষা করার। আপনার বাড়িতে বহিরাগত ঢুকলে সেই অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হবেন। তাকে যোগ্য জবাব দেবেন।” অস্ত্র রাখার পাশাপাশি লভ জিহাদ নিয়েও তাকে কথা বলতে শোনা গেল। বক্তব্যের নিশানা যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। প্রজ্ঞার নিন্দায় সরব হয়েছেন অনেকেই।