কে হতে চলেছেন ব্রাজিলের ফুটবল দলের পরবর্তী কোচ? ফুটবলবিশ্বে তুঙ্গে জল্পনা। উঠে আসছে একাধিক নাম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ইস্তফা দিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। পর পর পাঁচটি বিশ্বকাপে ট্রফি জিততে না পারায় দেশের কোচদের উপর আস্থা রাখতে পারছে না ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ। তাই বিদেশি প্রশিক্ষককে নিযুক্ত করার কথা ভাবছে তারা। নজরে রয়েছেন হোসে মোরিনহো। ৫৯ বছর বয়সী পর্তুগিজ কোচ কখনও কোনও জাতীয় দলকে প্রশিক্ষণ দেননি। যদিও ছয়-এর বেশি প্রথম সারির ক্লাবকে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন তিনি। মোরিনহো জাতীয় দলের থেকে ক্লাবের দলকে কোচিং করাতেই বেশি আগ্রহী। কারণ ক্লাব ফুটবলে কাজ করার সুযোগ অনেক বেশি। ২০২১ সাল থেকে তিনি ইতালির ক্লাব রোমাকে কোচিং করাচ্ছেন তিনি। কাতারে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসাবে গিয়েছিলেন নেমাররা। কিন্তু প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়ে হয় তাঁদের। বস্তুত শেষ পাঁচটি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা ব্যর্থতার জন্য এ বার বিদেশি কোচকে দায়িত্ব দিতে চান ব্রাজিলের ফুটবল কর্তারা। মোরিনহোর এজেন্ট জর্জে মেন্ডেসের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তাঁরা। মোরিনহো কয়েক বছর আগে বলেছিলেন, ‘‘যে কোনও কোচই চাইবেন সেরা ক্লাবের সঙ্গে কাজ করতে। তা হলে তিনি তাঁর সেরাটা দিতে পারবেন। অবশ্যই সেরা ক্লাবের সঙ্গে কাজ করাটা অনেক বেশি আকর্ষণীয়। ব্রাজিল নিঃসন্দেহে ভাল দল। প্রচুর প্রতিভা ওদের। কোন প্রজন্মের দল সেটা গুরুত্বপূর্ণ নয়। দলটায় সব সময়ই প্রতিভার ছড়াছড়ি।’’
তবে ব্রাজিল দলের দায়িত্ব নিতে আগ্রহী কিনা, তা নিয়ে সে সময় স্পষ্ট করে কিছু বলেননি মোরিনহো। কিছুটা সমালোচনার সুরেই বলেছিলেন, ‘‘স্বীকার করতে অসুবিধা নেই, ব্রাজিলের কোচের কাজটা বেশ কঠিন। কারণ প্রায় সব ব্রাজিলীয়ই নিজেকে কোচ মনে করেন। ওখানকার সব সাংবাদিকই নিজেকে আরও ভাল কোচ মনে করেন। আমার মনে হয়, এমন দেশে কাজ করাটা বেশ কঠিন। বিশেষ করে একদম পেশাদার কারও পক্ষে।’’ এবার মোরিনহোর কোনও বক্তব্য জানা যায়নি। ২০২৪ সাল পর্যন্ত ইতালির ক্লাব রোমার সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। সেই চুক্তি ভেঙে ব্রাজিলের দায়িত্ব নিতে তিনি রাজি নাও হয়ে পারেন। তাই বিকল্পও ভেবে রেখেছেন ব্রাজিলের ফুটবল কর্তারা। মোরিনহোকে না পাওয়া গেলে ফ্রান্সের প্রাক্তন ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিনেদিন জিদানের জন্য ঝাঁপাতে পারেন তাঁরা। জিজুর এজেন্টের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন ব্রাজিলের ফুটবল কর্তারা। মোরিনহো, জিদান ছাড়াও জাতীয় দলের জন্য আরও তিন জনের কথা ভাবা হয়েছে। তাঁরা হলেন – রাফায়েল বেনিতেজ, থমাস টুহেল এবং মৌরিসিয়ো পোচেত্তিনো। তবে পছন্দের শীর্ষে রয়েছেন রোমা কোচ মোরিনহো। দ্বিতীয় জিদান। ২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে ইস্তফা দেন ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী ফুটবলার। রিয়ালকে পরপর তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মতো গৌরবময় নজিরের অধিকারী তিনি। আপাতত কোনও দলের সঙ্গে কোচ হিসাবে যুক্ত নন জিদান। কান পাতলে শোনা যাচ্ছে, দিদিয়ের দেশঁর পরিবর্তে তাঁকে কোচ করতে পারে ফ্রান্সও।