এ যেন মগের মুলুক! বিজেপি শাসিত আসামে এনকাউন্টারে মৃত্যুর ঘটনা নিয়ে বিধানসভায় সরকার পরস্পরবিরোধী তথ্য দিয়েছে। যা নিয়ে বিতর্ক চলছেই। পুলিশের এনকাউন্টার নিয়ে চলা জনস্বার্থ মামলায় আসাম সরকার এ বছর নভেম্বর মাসেই হলফনামা দিয়ে গুয়াহাটি হাই কোর্টে জানিয়েছিল ২০২১ সালের মে মাস থেকে এ বছর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যে ১৭১টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। তাতে নিহতের সংখ্যা ৫৬ ও জখম ১৪৫ জন।
কিন্তু শনিবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে একই সরকার পক্ষের বিধায়ক আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্য দিল, গত দুই বছরে রাজ্যে পুলিশের সঙ্গে অপরাধীদের সংঘর্ষের মাত্র ২৬টি ঘটনা ঘটেছে। তাতে নিহতের সংখ্যা ৩০ ও আহত হয়েছে ১২ জন। আবার বিধায়ক আশরাফুল হুসেনের প্রশ্নের জবাবে রাজ্য সরকার জানিয়েছে, ২০১৯-২২ পর্যন্ত রাজ্যে এনকাউন্টার হয়েছে ১৯টি। তাতে মৃত্যু হয়েছে ১৭ জনের। আবার সবকিছুকে ছাপিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে নাকি মোটেই এনকাউন্টার হয়নি!
এ নিয়ে মুখ খুলে আসাম তৃণমূলের মুখপাত্র দিলীপ শর্মা বলেন, ‘আসাম সরকার বিধানসভায় চার বছরে একটিও এনকাউন্টার হয়নি বলে দাবি করেছে। এ দিকে একই স্বরাষ্ট্র দফতর গৌহাটি হাই কোর্টে হলফনামা দিয়ে বলেছে ১৭১টি ঘটনায় ৫৬ জন মারা গিয়েছে। এই ঘটনাগুলি নিয়ে বিরোধীরাও বহুদিন ধরে সরব। সংবাদমাধ্যমে খবরগুলি বেরিয়েছে। তখন যদি সরকার তা অস্বীকার না করে থাকে ও আদালতে জবাব দিয়ে থাকে, তবে এখন তবে কেন তা অস্বীকার করছে?’