করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার দফায় দফায় বৈঠকে বসছে, তারই মধ্যে মান্যতা পেল ন্যাজ়াল ভ্যাকসিন। ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে বুস্টার ডোজ় হিসেবে ব্যবহার করা হবে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতাল থেকে এই টিকা দেওয়া হবে।
কোভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ‘ন্যাজাল ভ্যাকসিন’ নিতে পারবেন। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের নয়া সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। ইতিমধ্যেই ভারতে সেই বিএফ ৭ ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। ফলে টিটাকরণে নতুন করে জোর দেওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবারই এ নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শীঘ্রই কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। আজ, শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। এদিন সন্ধ্যা থেকে কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।
এই টিকায় কোনও সূঁচের ব্যবহার থাকবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এটি। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে। এটি নেওয়াও যেমন সহজ হবে, সুরক্ষাও মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।