প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্রুত চারটি উইকেটে হারানোর পর ম্যাচে ফিরে এল ভারত। ইনিংস শেষ হয়ে গেল ৩১৪ রানে। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট ৭ রান তুলেছে বাংলাদেশ। তারা এখন ৮০ রানে পিছিয়ে। এদিন ভারতের ওপেনাররা শুরুতেই ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলি বা চেতেশ্বর পুজারাও বেশি রান করতে পারেননি। তবে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার। ২ জনেই নিশ্চিত শতরানের সুযোগ হাতছাড়া করেছেন। দলের ৯৪ রানের মাথায় বিরাট ফিরে যাওয়ার পর পঞ্চম উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন পন্থ-আয়ার জুটি।
এদিন পন্থ খেলছিলেন নিজের ভঙ্গিতেই। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন তিনি। ১০৪ বলে ৯৩ রানের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৫টি ছয়। মেহেদি হাসানের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শাকিবের বলে এলবিডব্লিউ হন শ্রেয়স। ঋষভ ও শ্রেয়স আউট হবার পর ভারতের আর কোনও ব্যাটারই দলকে সেভাবে টানতে পারেননি। ৩১৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেন শাকিব এবং তাইজুল ইসলাম। ব্যাট করতে নেমে ৬টি ওভার খেলার সুযোগ পায় বাংলাদেশ। কোনও উইকেট না নিয়ে সাত রান তুলেছে তারা।
