সামনেই বড়দিন। ক্রিসমাসের আনন্দে মেতে উঠবে বাংলাবাসী। সাজো সাজো রব মহানগরী কলকাতায়। বিদেশ থেকে ভিড় জমাবেন পর্যটকরা। এবার আলিয়ঁস ফ্রঁসেইজ দ্যু কলকাতার সঙ্গে হাত মেলাল কলকাতা পুলিশ। বুধবার এজন্য চুক্তি স্বাক্ষরিত হল দু’পক্ষের। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, যুগ্ম কমিশনার (আধুনিকীকরণ) শঙ্খশুভ্র চক্রবর্তী ও আলিয়ঁস ফ্রঁসেইজ দ্যু কলকাতার ডিরেক্টর নিকোলা ফ্যাসিনো। চুক্তি অনুযায়ী কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকদের ফরাসি শেখাবে আলিয়ঁস ফ্রঁসেইজ। যেমনটা বছরখানেক আগে কলকাতা পুলিশকর্মীদের ‘স্পোকেন ইংলিশ’ কোর্স করিয়েছিল ব্রিটিশ কাউন্সিল। পুলিশ কর্তারা জানাচ্ছেন, প্রতি বছরই কলকাতায় বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। সারা বছর, বিশেষত শীত পড়তেই মহানগরীতে ভিড় জমান ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন ভ্রমণার্থীরা। এই বিদেশিদের ঘোরাঘুরি মূলত পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, নিউ মার্কেট, ধর্মতলা চত্বরে। কালীঘাট, শোভাবাজার, মল্লিক ঘাটের মতো অন্যান্য অঞ্চলও থাকে আকর্ষণের কেন্দ্রে। কোনও রাস্তা বা জায়গার নিশানা জানতে তাঁরা সাহায্য নিয়ে থাকেন পুলিশের। কিন্তু অনেক সময়ই ইংরেজিতে কথোপকথনে দুর্বলতার কারণে সমস্যা হয় পুলিশকর্মীদের। ভিনপ্রদেশ থেকে আসা মানুষও হিন্দির বদলে ইংরেজিকেই বহুক্ষেত্রে পছন্দ করেন। একই কারণে সমস্যায় পড়েন তাঁরাও।
এবার এই সমস্যা নিবারণ করতেই বছরখানেক আগে ব্রিটিশ কাউন্সিলের সাহায্য নিয়ে কর্মীদের জন্য স্পোকেন ইংলিশ কোর্স করায় কলকাতা পুলিশ। দেখা যায়, কোর্স করার পর ঝরঝরে ইংরেজিতে কথা বলতে অসুবিধা হচ্ছে না আধিকারিকদের। সেই অভিজ্ঞতা থেকেই এবার ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ। লক্ষ্য, কলকাতা পুলিশকে ‘স্মার্ট পুলিশ’-এ রূপান্তরিত করা। লালবাজারের কর্তারা বলছেন, বিদেশি পর্যটকদের অনেকে ইংরেজির বদলে জার্মান বা ফরাসি ভাষায় স্বচ্ছন্দ। সে জন্যই কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং শাখা ও ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেইজ কলকাতার যৌথ উদ্যোগে ফরাসি ভাষার প্রাথমিক বা ‘সারভাইভাল কোর্স’ চালুর উদ্যোগ। ইচ্ছুক কর্মী ও আধিকারিকদের দিতে হবে কোর্স ফির ৫০ শতাংশ। বাকিটা দেবে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং। ১৪ই জানুয়ারি থেকে এই কোর্স শুরু হবে।
