ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল ফাইটার পাইলট হওয়া। অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় সেই অসাধ্য সাধন করে দেশের প্রথম মুসলিম মহিলা পাইলট হতে চলেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সানিয়া মির্জা। দেশে মুসলিম মহিলাদের মধ্যে তিনি যেমন প্রথম আবার রাজ্যেও তিনিই প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) পরীক্ষায় তিনি ১৪৯ তম স্থান দখল করেছেন।
সানিয়া মির্জা উত্তরপ্রদেশের মির্জাপুরের দেহাত কোতোয়ালি থানার অন্তর্গত যশোভার গ্রামের বাসিন্দা। তাঁর বাবা পেশায় একজন টিভি মেকানিক। হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন সানিয়া। তিনি বলেন, ‘হিন্দি মাধ্যমের শিক্ষার্থীরাও দৃঢ়প্রতিজ্ঞ হলে সাফল্য অর্জন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি ছোট থেকেই ফাইটার পাইলট হতে চেয়েছিলাম। এর আগে এনডিএ পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু হাতে সময় কম থাকায় পাশ করতে পারেনি। দ্বিতীয়বার আমি পাশ করি এবং ইন্টারভিউয়েও সফল হই।’ ২৭ ডিসেম্বর তিনি প্রশিক্ষণের জন্য যোগ দেবেন।
