নাগরিকদের বিক্ষোভে জিরো কোভিড নীতি শিথিল করতেই চীনে কোভিড রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে শুরু করেছে। যা গোটা বিশ্বের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার যেমন আশঙ্কাই সত্যি হল। চীনে যে ভয়ংকর নয়া ভ্যারিয়েন্ট ফের করোনা ভাইরাসকে ত্রাসে পরিণত করেছে, সেই ভয়ংকর ভ্যারিয়েন্টের সন্ধান মিলল ভারতেও। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, ভারতে ইতিমধ্যেই করোনার এই নতুন উপরূপে আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। দু’জনের খোঁজ মিলেছে গুজরাতে। বাকি দু’জনের খোঁজ মিলেছে উড়িষ্যায়।
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে চিনের পরিস্থিতি মারাত্মক। গত কয়েক সপ্তাহে চীনে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। মহামারী বিশেষজ্ঞদের ধারণা, মাত্র তিন মাসের মধ্যেই চীনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! চীনে মহামারীর এই মারণ রূপের নেপথ্যে করোনার যে উপরূপকে দায়ী করা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে বিএফ.৭। এবার ভারতেও এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, গুজরাতের দু’জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। একজন আমেদাবাদের বাসিন্দা আরেকজন ভদোদারার বাসিন্দা। এর মধ্যে একজন প্রবাসী আমেরিকা নিবাসী বলে খবর। ওই মহিলা অক্টোবরে প্রথম আক্রান্ত হন। তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা গিয়েছে তিনি বিএফ.৭ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। গুজরাতের আরেক ব্যক্তিরও খোঁজ মিলেছে যিনি নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত বাকি দু’জন উড়িষ্যা বাসিন্দা। তাঁদের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।