বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমবাসা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের উপস্থিতিতে আমবাসায় মিছিল ও জনসভা করে ঘাসফুল শিবির। আমবাসা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের নিকট থেকে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর এক জনসভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেছেন, ‘আজকে আমবাসায় যুবকদের যে উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা, তাতে পরিষ্কার বিজেপি সরকার চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকার গড়ার কারিগর হবে এবং আমি বিশ্বাস করি, বিজেপির পতন হচ্ছে। সরকার আমরা গড়ছি, আমরাই কারিগর হব’।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ‘আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। এই মিছিলটা আমরা উদ্যোগ নিয়েছি, কারণ বিজেপি যে পরিস্থিতিটা তৈরি করেছে ত্রিপুরার বুকে এখানে বেকারত্ব বাড়ছে, কোনও প্রতিশ্রুতি আজ পর্যন্ত বিজেপি পালন করতে পারেনি। প্রধানমন্ত্রীর আস্তাবলের সভায় মানুষকে জোর করে আনাতে হয়েছে। বিজেপি দুর্বল এবং বিজেপিকে ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে না। আমার বিশ্বাস পরিবর্তন হবে এবং তৃণমূল কংগ্রেসের সরকার হবে’।