দেশের ক্রিকেটমহলে শুরু হয়েছে একাধিক জল্পনা। কুড়ি ওভারের ফরম্যাটে কি অধিনায়ক হিসাবে দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে? রাহুল দ্রাবিড়কে কি টি-টোয়েন্টি ফরম্যাটে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে? কারাই বা হবেন ভারতের নতুন নির্বাচক? উঠছে এমনই প্রশ্ন। বুধবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ রকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। ভার্চুয়াল বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে জোর আলোচনা হতে পারে। দু’টি প্রতিযোগিতাতেই ট্রফি জেতার দাবিদার ছিল ভারত। তবে কোনওটিতেই ফাইনালে উঠতে পারেনি। কোনও কোনও মহল থেকে হার্দিককে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক করে দেওয়ার দাবি জানানো হতে পারে। দু’টি ফরম্যাটের জন্য দু’টি আলাদা অধিনায়ক এবং কোচ নিয়োগ করা হবে কিনা, সেটা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
উল্লেখ্য,টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার দৌড়ে নিঃসন্দেহে সবার চেয়ে এগিয়ে হার্দিক। দ্রাবিড়কে টি-টোয়েন্টি থেকে সরিয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেটের কোচ রাখা হতে পারে। টি-টোয়েন্টিতে অন্য কোচ নিয়োগ করা হতে পারে। এ ছাড়া, ভারতে ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়েও খুশি নয় বোর্ড। তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। এ ছাড়া, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নতুন কোন কোন ক্রিকেটার জায়গা পাবেন, সেটা নিয়ে আলোচনা করা হতে পারে। সূর্যকুমার যাদব এবং হার্দিকের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই অজিঙ্ক রাহানে এবং ইশান্ত শর্মা কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন। নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলা হয়েছিল বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই। নতুন নির্বাচক কমিটি নিয়ে আলোচনা হতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ব্যবস্থাপনা দেখার জন্য একটি কমিটি তৈরি হতে পারে। এ ছাড়াও, আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়ার দিনরাতের টেস্ট নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে।