এ বছর শেষ হওয়ার আগেই আরও একবার সাক্ষাতে মোদী ও মমতা। তাও আবার কলকাতাতেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে বসার কথা ডিসেম্বরের শেষেই। প্রশাসনিক সূত্র অনুযায়ী, সময়সূচী অপরিবর্তিত থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ ডিসেম্বর ন্যাশানাল গঙ্গা কাউন্সিল (এনজিসি) বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের জন্য কলকাতায় আসতে পারেন। সেই বৈঠকে মমতাও থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে।
প্রশাসনিক ও রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, মমতা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে আটকে থাকা অর্থের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। এরপর ১০০ দিনের প্রকল্প ছাড়া প্রায় সব প্রকল্পে বরাদ্দ দেওয়া শুরু করে কেন্দ্র। তারপর জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ডাকা বৈঠকে যোগ দেন মমতা। তবে মোদী-মমতার মধ্যে কোনও আলাদা বৈঠক হয়নি। পূর্ব আঞ্চলিক পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বকেয়া মেটানোর বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠকও হয়।
‘গঙ্গা পরিষদ’ এর সদস্য কেন্দ্রে প্রায় ১০টি মন্ত্রক রয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও এই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। সবকিছু ঠিকঠাক থাকলে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বৈঠকে যোগ দিতে পারেন। নবান্ন এই উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। এখন পর্যন্ত, কিছু কিছু অংশে প্রায় সারা দিন ধরে বিভিন্ন কর্মসূচী চলবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন আলোচনা হবে, তখন গঙ্গায় একটি ক্রুজ চলতে পারে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে কানপুরে ‘গঙ্গা পরিষদ’ সভা অনুষ্ঠিত হয়।