আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে জেরা করতে চেয়ে নোটিস দিয়েছিল পুলিশ। লেখা হয়েছিল ‘উইদাউট ফেল’ চৈতালি তেওয়ারি যেন নিজের আবাসনে মঙ্গলবার সকাল দশটা নাগাদ সব তথ্য সহ উপস্থিত থাকেন। কিন্তু তারপরেও জেরা করতে বাড়িতে পৌঁছে তেওয়ারি দম্পতির দেখা পেল না তারা।
ফলে দীর্ঘক্ষণ অপেক্ষার খালি হাতেই ফিরে আসতে হয় দুর্গাপুর-আসানসোল পুলিশের কর্তাদের। তবে এফআইআরে নাম থাকা আরেক বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে কাঁকসা থেকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরেই আসানসোলের জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেন্দ্র জায়াকে নোটিস দিয়েছিল আসানসোল উত্তর থানার পুলিশ। সেইমতো মঙ্গলবার সকাল দশটায় তাঁদের আবাসনে হাজির হয় পুলিশের একটি দল। কিন্তু আবাসনে ছিলেন না তেওয়ারি দম্পতি। ফলে সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান পুলিশ আধিকারিকরা।