আপাতত স্বস্তিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানিয়েছিল রাউস অ্যাভিনিউ কোর্টে। আদালত তাতে সায় দিয়েছিল। এর মধ্যেই দুবরাজপুর থানার মামলায় রাজ্য পুলিশ হেফাজতে নেয় অনুব্রতকে। অন্যদিকে, রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লী হাইকোর্টে তৃণমূল নেতা। সেই মামলায় বড়সড় স্বস্তি পেলেন তিনি। বুধবার দিল্লী হাইকোর্ট জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে এখনই দিল্লী নিয়ে গিয়ে জেরা করতে পারবে না ইডি। রাউস অ্যাভিনিউ আদালত যে নির্দেশ দিয়েছিল তাতে ৯ই জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে দিল্লী হাইকোর্ট। অর্থাৎ ক্রিসমাস ইভ বা নিউ ইয়ারের সময়ে বাংলা ছাড়তে হবে না অনুব্রতকে। দিল্লী হাইকোর্টে এই মামলার শুনানি হবে ৯ই জানুয়ারি। সেদিন আদালত পরবর্তী নির্দেশ দেবে।
উল্লেখ্য, আইনি জটিলতা নিয়ে বিপাকে পড়েছে ইডিও। কারণ সোমবার রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে দিল্লী নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে অনুমতি দেওয়ার ঠিক পরের দিনই কেষ্টকে হেফাজতে নেয় দুবরাজপুর থানা। অনুব্রত আপাতত নিজের জেলার থানাতেই পুলিশি হেফাজতে রয়েছেন। দুবরাজপুর থানা কীভাবে কেষ্টকে হেফাজতে নিতে পারে সেই প্রশ্ন তুলে আদালতে যাওয়ার কথাও ভেবেছে ইডি। কিন্তু এরমধ্যেই বুধবার রাজধানীর হাইকোর্টের নির্দেশে খানিক কোণঠাসা তারা।