বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। বুধবার বিধানসভার স্পিকার গিরিশ গৌতমের অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা গোবিন্দ সিং। এই প্রস্তাবের উপর আলোচনার অনুমতি দিয়েছেন স্পিকার।
প্রসঙ্গত, সোমবার থেকে চলছে মধ্যপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশন। গত কয়েকদিন ধরেই এই অধিবেশনে অনাস্থা প্রস্তাব তোলার বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছিল কংগ্রেস। এদিন অনাস্থা প্রস্তাব আনার পর এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা গোবিন্দ সিং। তিনি জানিয়েছেন, ‘শিবরাজ সরকারের কুকীর্তি ফাঁস করতে বিধানসভায় একের পর এক বিষয় উত্থাপন করা হবে। সরকারের দুর্নীতির পর্দাফাঁস হবে বিধানসভায়’।
কংগ্রেস সূত্রে খবর, মোট ৫১টি পয়েন্টের উপর ভিত্তি করে এদিন অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এর সিংহভাগ জুড়েই রয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ। এগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল নার্সিং কলেজ প্রকল্প ও আবগারি দুর্নীতি। এছাড়া আদিবাসীদের বঞ্চনা, তাঁদের উপর অত্যাচার ও রাজ্য সরকারের ক্রমবর্ধমান ঋণের অভিযোগ নিয়েও বিধানসভায় আক্রমণ শানাবে কংগ্রেস।