মোদী জমানায় দেশজুড়ে চলতে থাকা ধর্মীয় মেরুকরণ, অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির প্রতিবাদস্বরূপ গত ৭ই সেপ্টেম্বর তামিলনাডুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা আরম্ভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই পদযাত্রা শেষ হবে কাশ্মীরে। ইতিমধ্যেই এর ১০০ দিন পূর্ণ হয়েছে। তামিলনাডু থেকে শুরু হওয়া যাত্রা কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত হয়ে বর্তমানে রাজস্থানে রয়েছে যাত্রা। সাধারণ মানুষের মধ্যে এই পদযাত্রা যথেষ্টই সাড়া ফেলেছে। পা মিলিয়েছেন বিশিষ্ট অভিনেতা অমল পালেকর থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দিতে চলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান।
প্রসঙ্গত, রবিবার নিজেই এ কথা জানিয়েছেন মাক্কাল নিধি মাইয়ামের প্রধান। আগামী ২৪শে ডিসেম্বর, দিল্লীতে রাহুলের পদযাত্রায় যোগ দেবেন তিনি। রবিবার দলের পদাধিকারী ও নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। ওই বৈঠকে তিনি জানান, ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য রাহুল গান্ধী তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২৪শে ডিসেম্বর রাজধানী দিল্লীতে পদযাত্রায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেবল কমল হাসানই নয়, এমএনএমের নেতা-কর্মীরাও রাহুলের কর্মসূচীতে যোগ দিচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মাক্কাল নিধি মাইয়ামের মুখপাত্র মুরলী আপ্পাস।