শজুড়ে এখন বিতর্কের শিরোনামে ‘পাঠান’। ‘পাঠান’ বললে খানিক ভুল হয়, বলতে হয় সমস্ত জটলার মূলে ছবির গানে দীপিকার পরনের গেরুয়া বিকিনি। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির প্রথম গান বেশরমি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া। ইতিমধ্যেই বিজেপি শাসিত একাধিক রাজ্যে ডাক এসেছে ছবি বয়কটের। দেশজুড়ে দীপিকার গেরুয়া রঙের পোশাকের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির হেভিওয়েট নেতারা। তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার এই বিতর্কের ঝড়েই ঢুকে পড়ল বঙ্গের তৃণমূল।
তৃণমূল নেতা তথা মুখপাত্র ঋজু দত্ত, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পুরনো একটি ভিডিয়ো পোস্ট করেছেন নেটমাধ্যমে। সেখানে বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে দেখা যাচ্ছে গেরুয়া রঙের স্যুইম শ্যুটে। আর তা হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির। উল্লেখ্য, ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ভিডিও সেটি, তা পোস্ট করেই বিজেপিকে বিঁধেছে তৃণমূল। ফলে স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূল তরজা।
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে দীপিকার গেরুয়া বিকিনির বিরুদ্ধে প্রবল আপত্তি জানিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্রর। পাশাপাশি শিবরাজ সিংয়ের রাজ্যে দীপিকার ওই ‘হট’ ছবির মুক্তিও আটকে যেতে পারে বলে হুমকি গিয়েছেন বিজেপি নেতা। গেরুয়া বাহিনীর অধিকাংশের মত দীপিকার ওই খোলামেলা গেরুয়া পোশাক আহত করেছে ভারতীয় সংস্কৃতিকে। সব মিলিয়ে ‘পাঠান’ নিয়ে ক্রমশ্যই গড়াচ্ছে বিতর্কের জল।