শনিবার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল -এর বৈঠক। করের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা সহ নানা জটিলতা দূর করার লক্ষ্যে এদিনও ১০-এর বেশি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকের সভাপতিত্ব করবেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৪৮তম এই জিএসটি মিটিংয়ে পান-মসলা, গুটখার মতো দ্রব্যে চাপানো হতে পারে অতিরিক্ত কর। সেক্ষেত্রে এই দ্রব্যগুলির দাম বেড়ে যাবে। গ্রুপ অফ মিনিস্টারের রিপোর্টে গুটখা সংস্থাগুলির কর ফাঁকির ঘটনা উল্লেখ করা হয়েছিল। মনে করা হচ্ছে, এই বৈঠকে অতিরিক্ত কর গুটখার উপর চাপানো হবে কিনা তা নিয়ে বিবেচনা করা হবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, প্যানেল মোট ৩৮টি জিনিসের উপর নির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেছে। এদিনের বৈঠকে তার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে পান-মসলা, হুক্কা, তামাকজাত দ্রব্যের উপর ২৮ শতাংশ হারে জিএসটি আরোপ করা রয়েছে। বৈঠকে এই জিনিসগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত আরও নির্দিষ্ট ভাবে নেওয়া হতে পারে। এই জিনিসগুলিতে খুচরো বিক্রয় মূল্যের হার ১২ শতাংশ থেকে ৬৯ শতাংশ পর্যন্ত আরোপ করা হতে পারে।
সম্প্রতি গুটখা সংস্থাগুলির কর ফাঁকির ঘটনা সামনে এসেছে। উড়িষ্যার অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারির নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের প্যানেল এই বিষয়ে চূড়ান্ত রিপোর্ট কর ফাঁকি নিয়ে রিপোর্ট জমাও দিয়েছে। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে। এক্ষেত্রে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা খুচরো বিক্রেতা এবং সরবরাহকারী উভয়কেই কর ফাঁকি দেওয়া থেকে আটকাবে।