রানাঘাটে বিপুল সমাগমের জনসভায় দাঁড়িয়ে আরও একবার বহিরাগত তকমায় বিরোধী বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রানাঘাটের টাউনের মিলন মন্দির ময়দানের জনসভায় দাঁড়িয়ে অভিষেক বললেন, ‘ঘরের ছেলেদের শাসন করুন, পরিযায়ী পাখিদের বিশ্বাস করবেন না৷’ উল্লেখ্য, রানাঘাট, বনগাঁ-সহ মতুয়া প্রভাবিত এলাকায় গত লোকসভা নির্বাচনে ও বিধানসভা নির্বাচনে তেমন ভাল ফল করতে পারি তৃণমূল৷ এ বার সেই গড়েই সভা করে পঞ্চায়েত ভোটের আগে লড়াইয়ের বার্তা দিতে চাইলেন অভিষেক৷
এ দিনের সভা থেকে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সমর্থক ও নেতা-কর্মীদের ধন্যবাদ জানান অভিষেক৷ তিনি বলেন, যে ভাবে, যে উৎসাহের সঙ্গে এই সভা নিয়ে উৎসাহ ছড়িয়েছে, তা উল্লেখ্য৷ অভিষেকের কথায়, ‘আগামী দিনে এই উৎসাহ বজায় রেখে, রানাঘাট এলাকায় যে ‘বিজেপি-র আবর্জনা’ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেটাকে সাফ করে আবার তৃণমূলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে পারেন, তার জন্য সব সাহায্য করব৷ যতবার ডাকবেন, যেখানে ডাকবেন, আমি যাব৷ মানুষ যে ভাবে তৃণমূলকে দেখতে চায়, আমরা সে ভাবে তৃণমূলকে তৈরি করতে বদ্ধ পরিকর৷’
অভিষেকের হুঁশিয়ারি, ‘যদি কেউ নিজের জন্য তৃণমূল করতে চান, তা হলে দরজা খোলা আছে, চলে যেতে পারেন৷’ অভিষেকের কথায় ফিরে আসে রানাঘাটে নির্বাচনের ফলের কথাও৷ বলেন, ‘এমন কী হল যে রানাঘাটে তৃণমূলের ফল খারাপ হল৷ লোকসভায় আমরা ভাল ফল করিনি৷ বিধানসভায় রানাঘাট সাংগঠনিক জেলায় আমরা প্রত্যাশিত ফল করতে পারিনি৷’ ২০১১ বা ২০১৪ সালে এই অংশেই ভাল ফল করেছিল তৃণমূল, অভিষেক বলেন সে কথা৷ তারপর, কী এমন হল!
অভিষেক তার পর বলেন, ‘আমি জানি, আমাদেরই কয়েকটা লোক৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মেম্বারের জন্য৷ গত তিন-চার বছরের মধ্যে অন্যায় হলে আমি ক্ষমাপ্রার্থী৷ ঘরের ছেলেকে আপনি শাসন করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না৷ কিন্তু পরিযায়ী পাখিদের বিশ্বাস করবেন না৷’ বিধানসভা নির্বাচনের স্লোগান মনে করিয়ে অভিষেক বলেন, ‘তাই আমরা ২০২১ সালে বলেছিলাম, বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়৷’