এ যেন সাঁতরাগাছি ব্রিজ ব্যবহারকারীদের জন্য রাজ্যের বড়দিনের উপহার! আগামী ২৫ ডিসেম্বরের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ। শুক্রবার এ কথা জানিয়ে দিলেন, রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়।
তিনি বলেন, ‘সাঁতরাগাছি ব্রিজের সংস্কার চলায় পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। একমুখী যানচলাচল চলছিল। তাতে মানুষের অসুবিধা হচ্ছিল। আমাদের দেড়মাস সময় ছিল। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। সাধারণ মানুষের সুবিধায় বড়দিনের আগেই খুলবে সাঁতরাগাছি ব্রিজ।’
মন্ত্রী আরও জানান, বিদ্যাসাগর সেতুর সংস্কার শুরু হয়েছে। টোলপ্লাজায় আবার গান চালানো হবে। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুতে মেরামতের কাজ শুরু হয়। সাঁতরাগাছি সেতু দিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানচলাচল আপাতত পুরোপুরি বন্ধ। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাঁতরাগাছি সেতুর একটি লেন দিয়ে গাড়ি চলছে।